গত ১২ ই নভেম্বর ২০২১ ইং রোজ শুক্রবার গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা (গ্রামাউস) এর বার্ষিক মূল্যায়ন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গ্রামাউস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গ্রামাউস এর ২০২০-২১ অর্থ বছরের শাখা ভি্ত্তিক সার্বিক মূল্যায়নে পুরষ্কারপ্রাপ্ত দের মাঝে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামাউস এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আব্দুল খালেক, পরিচালক জনাব মোঃ ফজলুর রহমান, উপপরিচালক আবুল কালাম আজাদ ও হাবিবুর রহমান, সহকারী পরিচালক মোঃ জহুরুল হক, গ্রামাউস মডেলএকাডেমীর প্রধান শিক্ষক আশরাফুন নাহার, সহ গ্রামাউস এর সকল উর্ধ্বতন কম́কর্তাবৃন্দ।